উত্তরদিনাজপুর

মেয়ের জন্মদিনে রক্তদান করলেন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের এক দম্পত্তি

থ্যালাসেমিয়া রোগীরা প্রতিদিন রক্তের জন্য হন্যে হয়ে ঘুরে বেরান। এই রোগীরা যাতে সমস্যার মধ্যে না পড়েন তার জন্য, মেয়ের জন্মদিনে রক্ত দিলেন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের এক দম্পত্তি। একটি বিশেষ দিনে রক্ত দান করতে পেরে খুশী দম্পত্তি। তাদের এই উদ্যোগে অন্যরা সামিল হলে তবেই তাদের উদ্যোগ সফল হবে বলে তারা মনে করেন। রায়গঞ্জ মোহনবাটীর বাসিন্দা কৃষ্ণেন্দু নন্দী, জীবন বীমা নিগমের কর্মী। তার একমাত্র মেয়ে মল্লিকা নন্দী এদিন পাঁচ বছরে পা দিল। মেয়ের জন্ম দিনে কোন জাকজমক পূর্ন অনুষ্ঠান হিসেবে নয়, দিনটিকে মানুষের জন্য উৎসর্গ করলেন মা -বাবা দুজনেই। এদিন রায়গঞ্জ জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে গিয়ে রক্তদান করেন। 

এই বিষয়ে কৃষ্ণেন্দু নন্দীর স্ত্রী সুবর্ণা নন্দী জানান, তারা গত বছর থেকে এই উদ্যোগ শুরু করেছেন। তাদের এই উদ্যোগ দেখে অন্য কেউ উদ্বুদ্ধ হলে তবেই তাদের এই উদ্যোগ সফল হবে বলে মনে করেন তারা।